হলধর দাস, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পৃথক দুটি স্থানে অজ্ঞাত পরিচয়ের পাঁচ যুবকসহ ছয় জন নিহত হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৫টারদিকে উপজেলার ঢাকা-চট্রগ্রাম রেলপথের মেথিকান্দা রেলস্টেশন এলাকার পশ্চিম পার্শ্বে খাকচক এলাকায় পাঁচ যুবক এবং একই উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পার্শ্বে শ্রীরামপুর রেলগেইট এলাকায় এক জনের মৃত্যু হয়। এ নিয়ে পৃথক ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে।
ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচ যুবকদের পরিচয় জানাযায়নি। তাদের ৪ জনের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর আর একজনের বয়স ৩০/৩৫ বছর হতে পারে বলে ধারণা করাহচ্ছে। পরে ছিন্নবিচ্ছিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে–ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের ধারণা, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভোরের দিকে কোনো এক ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ যুবক ট্রেনে কাটা পড়েমারা গেছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখীরেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতেপারেনি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছে। নিহততরুণদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরুকরবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এ ঘটনার বিষয়ে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পিবিআই। আমরা চেষ্টা করছি তবে তাদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। সকল বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত করতেছি। এর কিভাবে মারা গেছে তাও আমরা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। ট্রেনের ছাদ থেকে পড়ে, নাকি লাইনে দাঁড়িয়ে ছিল, নাকি দুই বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসে ছিল। এ সবকিছুই আমরা মাথায় রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।
পিবিআই নরসিংদীর পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, তাদের পোষাক পরিধি দেখে মনে হচ্ছে তারা প্রান্তিক পর্যায়ের মানুষ। তাদের পেশা কি সেটা পরিচয় সনাক্ত করার পর বলা যাবে। তাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়। তবে কারোরই ফিঙ্গাপ্রিন্ট মেচ করেনি, ধারণা করা হচ্ছে তাদের কারোরই জাতীয় পরিচয়পত্র নেই। তাই তাদের পরিচয় সনাক্ত করা যাচ্ছে না।
অপর দিকে একই দিন বেলা ১১ টা ৪০ মিনিটে নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের একজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরার শ্রীরামপুর রেলগেট এলাকায় এক ব্যক্তি রেললাইনের ওপর উঠে শুয়ে পড়েন। ওই সময় ঢাকা আগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। চেহারা বিকৃত হওয়াই নিহত ওই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারেনি। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। খবর পেয়ে লাশ উদ্ধারে কাজ করছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ।