বঙ্গবন্ধুশেখমুজিবমেডিক্যালবিশ্ববিদ্যালয়েরনতুনউপাচার্যহিসেবেনিয়োগপেয়েছেনঅত্রবিশ্ববিদ্যালয়েরফার্মাকোলজিবিভাগেরচেয়ারম্যানঅধ্যাপকডা. মো. সায়েদুররহমান।আজ২৭ আগস্ট২০২৪ইংতারিখবাংলা১৪৩১বঙ্গাব্দের১২ভাদ্রস্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রণালয়েরস্বাস্থ্যশিক্ষাওপরিবারকল্যাণবিভাগেরউপ-সচিবমোহাম্মদকামালহোসেনস্বাক্ষরিতপ্রজ্ঞাপনেএতথ্যজানানোহয়। প্রজ্ঞাপনেবলাহয়, মহামান্যরাষ্ট্রপতিওআচার্যএঁরঅনুমোদনক্রমেবঙ্গবন্ধুশেখমুজিবমেডিক্যালবিশ্ববিদ্যালয়আইন, ১৯৯৮এর১২ধারাঅনুযায়ীঅধ্যাপকডা. মো. সায়েদুররহমান, চেয়ারম্যান, ফার্মাকোলজিবিভাগ, বিএসএমএমইউ, ঢাকাকেবঙ্গবন্ধুশেখমুজিবমেডিক্যালবিশ্ববিদ্যালয়েরউপাচার্যএরশূন্যপদেনিয়োগদেয়াহল।উপাচার্যহিসেবেতাঁরনিযুক্তিরমেয়াদহবে৪ (চার) বছর।
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএসএমএমইউ -এর Information and Communication Technology (ICT) Cell এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে আইটি প্রতিষ্ঠা, প্রয়োগ এবং অন্তর্ভুক্তির মূল ব্যক্তি।
অধ্যাপক রহমান ছাত্রজীবন থেকেই বিভিন্ন ওষুধ সংক্রান্ত নীতি ও নিয়ন্ত্রক প্রক্রিয়া নিয়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশের অল্প কয়েকজন মেডিকেল ছাত্রদের মধ্যে অন্যতম, যারা সক্রিয়ভাবে জাতীয় ওষুধ নীতি ১৯৮২ সমর্থন করেছিলেন। তিনি সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে জাতীয় ওষুধ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এরপর তিনি বিভিন্ন জাতীয় পর্যায়ের টাস্ক ফোর্স, টেকনিক্যাল কমিটি এবং ওয়ার্কিং গ্রুপের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি এবং বাংলাদেশ কোড অফ ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিসের অন্যতম লেখক।
বিগত৩২বছরধরেতিনিস্নাতকএবংস্নাতকোত্তরমেডিকেলশিক্ষকতারদায়িত্বপালনকরছেন।অধ্যাপকরহমানBangladesh College of Physicians & Surgeons (BCPS)এরআইটিকমিটিরচেয়ারম্যান।এছাড়াওঅধ্যাপকরহমানAdverse Effect for Immunization, National Adverse Drug Reaction Advisory Committeeএবংicddr,b- এরEthics Review Committeeএরসদস্য।তিনিNational Research Ethics CommitteeএবংNational Pharmacovigillance Guidelineপ্রণয়নকারীকমিটিরচেয়ারম্যানছিলেন।
অধ্যাপক রহমান জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন গবেষণা অনুদান কমিটির সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের Global Ranking Status Improvement Committee এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের Upgradation of Antibiotic Guideline, Contract Research Organization Management Committee এবং Establishment of Biobank in Bangladesh এর অন্যতম প্রধান ব্যক্তি।
অধ্যাপকরহমানBangladesh AMR Response Alliance (BARA)Ó-এরপ্রতিষ্ঠাতাচেয়ারম্যান।তাছাড়াঅধ্যাপকরহমানBangladesh Country Coordinator of Fleming Fundহিসেবেদায়িত্বপালনকরেছেন।
অধ্যাপকরহমানবিভিন্নবিশ্ববিদ্যালয়েরঅধীনেPhD, MD, MPhil ডিগ্রিরজন্য৪০টিরওবেশিথিসিসেরতত্ত্বাবধানকরেছেন।তিনিবাংলাদেশেরপ্রায়সববিশ্ববিদ্যালয়েরঅধীনেচিকিৎসাবিজ্ঞানেশতাধিকMD, MS, MPhil থিসিসেরপরীক্ষকএবংপর্যালোচকহিসেবেওকাজকরেছেন।অধ্যাপকরহমানেরজাতীয়ওআন্তর্জাতিকজার্নালেপঞ্চাশটিরওবেশিপ্রকাশনারয়েছে।অধ্যাপকরহমানেরগবেষণারক্ষেত্রগুলিরমধ্যেরয়েছেNational Drug Policy, Antimicrobial Resistance, Pharmacovigilance, Pharmacoeconomics, Clinical Trials, Medicine Utilization Studies, Medical Education and Animal Studies।
বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে তার অবদানের স্বীকৃতিস্বরূপ, অধ্যাপক রহমানকে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) কর্তৃক সম্মানসূচক ফেলোশিপ (FCPS) প্রদান করা হয়েছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর ÒEstablishment of National Antimicrobial Consumption Monitoring System” শীর্ষক প্রকল্পের “প্রধান গবেষক” ছিলেন।