দুর্গাপুর – রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ দ্রব্য নাশকতা মামলায় রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার সহ ৩ জনকে আটক করেছে ডিবি ও থানা পুলিশের যৌথ টিম।
৩ সেপ্টেম্বর রাত থেকে শুরু অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার রাতে পৌর সদরের চুনিয়াপাড়া এলাকা থেকে প্রদ্যুৎ কুমার সরকার, পাচুবাড়ি এলাকার থেকে দেলুয়াবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল গফুর, আমগাছী বাজার হতে ঝালুকা ইউপি যুবলীগের সভাপতি ইমরান আলীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, ছাত্র জনতার আন্দোলনের সময় নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি ও দুর্গাপুর থানা পুলিশ। আরও জানাগেছে গত ৪ আগষ্ট উপজেলার মেডিক্যাল মোড়ে সমাবেশ থেকে নাশকতা ও হামলার পরিকল্পনা করা হয় । এছাড়াও গত ৩ আগষ্ট দায়ের করা মামলায় ৭০ জন নামীয় ও ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাত নামা আসামী করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের হাতে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে।