কুষ্টিয়া – কুষ্টিয়ায় নব নিযুক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান সাথে কুষ্টিয়া জেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
এই অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক নেতারা কুষ্টিয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের বক্তব্যে উঠে আসে বাজার মনিটরিংয়ের অভাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, যানজট নিরসন, অবৈধ জমি দখল করে শিল্প কারখানা স্থাপন, আইনশৃংখলার চরম অবনতি, চালের মোকামে সিন্ডিকেটের আধিপত্য, এবং শিক্ষা ক্ষেত্রে অরাজকতা, বালুমহল দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
সাংবাদিকরা জেলা প্রশাসককে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। সভায় জোরালো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক এখন খবর পত্রিকার সম্পাদক, তারিকুল হক তারিক, সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান মন্জু, সহসভাপতি বাংলা ভিশন টিভি ও দৈনিক দেশরুপান্তর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, সদস্য ও দৈনিক আমাদের সময় এর ষ্টাফ রিপোর্টার ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম স্বপন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কুষ্টিয়া দর্পনের সম্পাদক মজিবুল শেখ, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক আমার সংবাদ এবং ইংরাজী দৈনিক ডেইলী পোষ্ট পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলার শাখার সাধারন সম্পাদক নজরুল ইসলাম মুকুল, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধ জেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক , দি-ডেইলী সান এর কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা প্রমুখ । মতবিনিময় সভায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন ।
সভায় নিব নিযুক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সাথে আমলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।