দুর্গাপুর প্রতিনিধি – রাজশাহীর দুর্গাপুরের সম্প্রতি বাগমারা উপজেলা তাহেরপুর এলাকায় এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সাঃ) এর মাকে কটুক্তি করাকে কেন্দ্র করে তার ফাঁসির দাবিতে ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে স্থানীয় ওলামা একরাম ও জনসাধারণের উপস্থিতিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর (শনিবার) বেলা দশটার দিকে দুর্গাপুর বাজার ব্রিজের ওপর মানববন্ধন শেষে, বিক্ষোভ মিছিল উপজেলা বিভিন্ন এলাকা প্রদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে কটুক্তি কারী শ্রী পার্থর দাসের সর্বোচ্চ শাস্তির দাবী করেন আন্দোলনকারীরা।
ইসকন নিষিদ্ধ ও ইসলাম নিয়ে কটুক্তি কারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশ করানোর দাবি জানান তারা। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, দারুল উলুম কাওমি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম (প্রধান) মুফতি জহুরুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট,দুর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল ইসলাম , মাওলানা জুবায়ের আহমেদ,মাওলানা আব্দুল ওয়াহেদ,কারী হাসানুজ্জামান, মুফতি আব্বাস, প্রগতিশীল ছাত্রনেতা পারভেজ মনী প্রমুখ । মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আগত জনসাধারণ বাগমারা উপজেলার কটুক্তি কারী শ্রী পার্থর দাসের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সেই সাথে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের নিষিদ্ধ দাবি করেন।