রাজশাহীর দুর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদক সমাজ গঠনে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জোনের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সুমন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ, উপজেলা মৎস কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইউসুফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তারসহ সকল দপ্তর প্রধান, প্রতিষ্ঠান প্রধান,শিক্ষক-শিক্ষার্থী,ছাত্র সমন্বয়ক, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।