স্টাফ রিপোর্টার- রাজশাহীর দুর্গাপুরে গভীর রাতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শীতার্ত (সাঁওতালদের) বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন । নিজ হাতে হতদরিদ্র মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন তিনি।
সোমবার (২৩ডিসেম্বর) দিবাগত গভীর রাতে
উপজেলার পানানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহিপাড়া সাঁওতাল পল্লীতে ‘বড়দিন’ উপলক্ষ্যে হতদরিদ্র ৯০ জন অসহায় নারী ও শিশুদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম দুর্ভোগে রয়েছেন দুর্গাপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে করতে গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন গায়ে শীতবস্ত্র (কম্বল) দেখে দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকই কম্বল পেয়ে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। সবচেয়ে করুন অবস্থা ক্ষুদ্র নৃগোষ্ঠী
সাঁওতালদের। তাদের ধর্মীয় উৎসব(বড়দিন) উৎসবমুখর ভাবে পালনে শীত নিবারণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়ে আজ ৯০টি শীতবস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সারা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে শেফাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।