মানিকগঞ্জ- সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মানসম্মত অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করতে মফস্বল গনমাধ্যমে কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও দক্ষ করে তোলার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র উদ্যোগে মানিকগঞ্জে তিন দিনব্যাপী ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার আয়োজন করেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পেস্ট ইনস্টিটিউট বাংলাদেশ এর পরিচালক পারভীন সুলতানা রাব্বি।
অনুষ্ঠানে বক্তারা বলেন গণমাধ্যম যেদিন শক্তিশালী হবে সেদিন দেশও সেদিন শক্তি হয়ে যাবে। গনমাধ্যমে দুর্বলতার কারণে দেশ আজ দুর্বল। এটা মানি আর না মানি দায় কিন্তু সাংবাদিকদের। তিনি বলেন,আমরা যারা গণমাধ্যম আছি তারা যদি যথাযথ দায়িত্ব পালন করি তাহলে দেশের উন্নয়নের ক্ষেত্রে এতো ব্যক্তয় হয় না।
বুধবার (২৫ ডিসেম্বর )সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, ড্যাফোডিল ইনভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ জামিল খান, চ্যানেল-২৪ এর সিনিয়র সাংবাদিক ফয়সাল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস,প্রধান উপদেষ্টা গোলাম সারোয়ার ছানু,সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম প্রমুখ।
কর্মশালায় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।














