শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম সহজ করার প্রয়োজনে অটোমেশন সিস্টেম চালু করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ‘পিপীলিকা সফ্ট’ এই অটোমেশন সিস্টেম ডেভলপমেন্টের কাজ করছে। এ লক্ষ্যে আজ দিনব্যাপী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ।
‘পিপীলিকা’ দেশের প্রতিনিধিত্বশীল বিশ্ববিদ্যালয়সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও সুনাম এবং বিশ্বস্ততার সহিত দীর্ঘ দিন সেবা প্রদান করে আসছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ‘পিপীলিকা’র সাথে যুক্ত হলো। এ প্রসঙ্গে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম ‘পিপীলিকা’র অটোমেশন সিস্টেমকে স্বাগত জানান এবং অচিরেই এর সুফল বিশ্ববিদ্যালয় ভোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন জানান, দেশের প্রধান বিশ্ববিদ্যালয়ের ন্যায় এই বিশ্ববিদ্যালয়ও অটোমেশন সিস্টেমের সঙ্গে যুক্ত হলো। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পূর্বের তুলনায় দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ আঙ্গুর হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান, জনাব হাফসা আক্তার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব শোভন রায় এবং সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল সিয়াম। এছাড়া দিনব্যাপী ই-লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের প্রশিক্ষণ গ্রহণ করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী।