মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় – পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে খোয়ারে থাকা একটি অজ্ঞাত গরুর উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এই উন্মুক্ত নিলামের মাধ্যমে গরুটি বিক্রি করা হয়।
জানা যায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের উত্তর বালাবাড়ি নামক গ্রামে গত ২০২৪ সালের ৫ ডিসেম্বর গরুটি একই গ্রামের তসলিম আলীর ছেলে রুস্তম আলী তার আলু খেতে আলুর গাছ খাইতে দেখেন এরপর রুস্তম আলী গরুটিকে মৃত ইসমাইল হকের ছেলে জাহাঙ্গীর আলমের খোয়ারে দেন। পরে গরুটি নিলামের উদ্দেশ্যে অত্র এলাকায় মাইকিং ও পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এরপর সোমবার সেই গরুটি উন্মুক্ত নিলাম ডাকা হলে ২৮জন ব্যক্তি গরুটি ক্রয়ের উদ্দেশ্যে জামানত দিয়ে নিলামে নাম লিখেন। এর মধ্যে নির্বাচিত মকবুলার রহমান নামের এক ব্যক্তি ভ্যাটসহ সর্বোচ্চ ৪৬ হাজার ৪৫০ টাকায় গরুটি নিলামে ক্রয় করেন।
এসময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আলোপ্তগীন মুকুলের পরিচালনায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য আইবুল হক, ইউপি সদস্য আতাউর রহমান, ইউপি সদস্য রাইতু হক, ইউপি সদস্য নুর জামান, ইউপি সদস্য শামিম হোসেন, ইউপি সদস্য আনতাজুল হক, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা খাতুন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রামপুলিশ, সাংবাদিক প্রমূখ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, নিলামে বিক্রি হওয়া গরুটি প্রায় দুই মাসের বেশি খোয়ারে রাখা ছিল। গরুটি উন্মুক্ত নিলামের জন্য ইউনিয়নে মাইকিং করা এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদ কর্তৃক রেজুলেশনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনুমতি সাপেক্ষে আজ (সোমবার) শান্তিপূর্ণ পরিবেশে উন্মুক্ত নিলামে গরুটি বিক্রি করা হয়।