শামসুল আলম, ঠাকুরগাঁও – ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন জীবিকা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত । গতকাল (১০ ফেব্রয়ারী) সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিন ব্যাপী উক্ত
আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা, অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী,বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো,সালান্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলে ইলাহী মুকুট,আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিশু রায়, সাংবাদিক গোলাম সারওয়ার সম্রাট, প্রমুখ ।এসময় আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন জীবিকা, ভাষা, বর্ণমালা, কবিতা,গল্প, স্মৃতিচারণ, ইত্যাদি বিষয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।পরে সন্ধ্যায় আদিবাসী নারীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।