খাইরুল ইসলাম- নেত্রকোনা জেলার মুক্তার পাড়া মাঠে শনিবার জামায়াতের ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা জামাতের সভাপতি মাওলানা অধ্যাপক সাদিক আহমেদ হাদিছ এর সভাপতিত্বে জেলার সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান ও নেত্রকোনা জেলা সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মৌলানা সামিউল হক , কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম, নেত্রকোনা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা এনামুল হক, জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির নাজমুল হক সাঈদী, তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যাপক মুফতি আবু ইউসুফ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফকির, জাতীয় হিন্দু মহাজোট নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সুধীর সরকার শুভ, কিশোরগঞ্জ জেলার আমির অধ্যাপক রমজান আলী, জামালপুর জেলার আমির মাওলানা আব্দুস সাত্তার, শেরপুর জেলার আমির মাওলানা হাফিজুর রহমান, জেলার সহকারী সেক্রেটারি দিলওয়ার হোসেন সাইফুল, ময়মনসিংহ মহানগরী সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, নেত্রকোনা শ্রমিক ফেডারেশন সভাপতি মাওলানা কামাল উদ্দিন, ব্যাংকার রহমান অধ্যাপক আব্দুল মতিন, এমদাদুল হক,জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান প্রমুখ। উক্ত কর্মী সম্মেলনে জেলা ও উপজেলার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।