শামসুল আলম,ঠাকুরগাঁও – ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
“স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার।এই শ্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সরদার মোস্তফা শাহিন সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা। পৌর নিবার্হী কর্মকর্তা মোঃ মজিবর রহমান, আরিফ হোসেন প্রমুখ।সভায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।