নেত্রকোনা – ইটভাটা ভ্রাম্যমান আদালত জরিমানা ভাংচুর করে বন্ধ করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সদর উপজেলা শাখা ও ইটভাটার শ্রমিক কর্মচারীরা এ কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচি শেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
ভিক্ষোভ কর্মসূচির পাশাপাশি বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত নেত্রকোনা সদর উপজেলা পরিষদ মাঠে অবস্থান কর্মসূচি পালন করে ইট বাটার শ্রমিক কর্মচারীরা।
বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেত্রকোনা জেলা শাখার, সহ সভাপতি এম এ ওয়াহেদ আলী খান,সাধারণ সম্পাদক আবুল খায়ের, আকন্দ টিটু মাস্টার, নেত্রকোনা সদর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সদস্য জাকির হোসেন আরিফ প্রমুখ, বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ইটভাটার সাথে শত শত শ্রমিক কর্মচারী জড়িত তারা ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণা করতে হবে, ঝিকঝাক ইট বাটা পরিদর্শনের নামে প্রতি নিয়ত মালিকদের হয়রানি করা হচ্ছে, মোবাইল কোর্টের নামে জরিমানা বোল্ডার মেশিন দিয়ে প্রস্তুত ইট ভাঙচুর ও পানি দিয়ে চুলা বন্ধ করে দেয়ার প্রতিবাদ জানান। পরে নেতৃবৃন্দ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের মাধ্যমে প্রদান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবরের স্মারকলিপি প্রধান করেন।
খায়রুল ইসলাম