মোঃ হেমায়েত হোসেন খান :: সাড়াদেশের ন্যায় মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ।
সোমবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোরাড় ভাস্কর্য দিঘীর পাড়ে এসে শেষ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফ-উল আরেফীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান,ডাসার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি ম.ম.হারুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক,শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।