হলধর দাস, নরসিংদী :: নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল ও ৩ মে ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার(২৫/০৪/২০২৫) বিকেলে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
জেলা শাখা ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’।
হেফাজতে ইসলামের নরসিংদী জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকারের সভাপতিত্বে
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল ২টায় নরসিংদী পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা শাখার সাধারণ সম্পাদক আল্লামা ইসমাইল নুরপুরী’ সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, নারী অধিকার সংরক্ষণ কমিশন আমাদের প্রধান উপদেষ্টার কাছ ৪৩৩টি প্রস্তাবনা করেছেন। এর মধ্য কিছু কিছু প্রস্তাবনা সরাসরি কোরআন বিরোধী। তাদের প্রস্তাবে নারী যৌন কর্মীদের উন্নয়নের কথা বলা হয়েছে । শুধু ইসলাম নয় খ্রীষ্টান, ইহুদী ও হিন্দু ধর্মেও এটা হারাম অবৈধ। যারা নারীর উন্নয়নের জন্য মাঠে নেমেছে সেটা তাদের উন্নয়নের কথা নয়,এটা তাদের অধপতনের। কুসংস্কারের কথা। নারীদের প্রস্তাবের পক্ষে যারা সমর্থন দিবে তাদের স্থান পতিতাদের কাতারেই থাকবে। পতিতাদের দ্বারা কথিত নারী সংস্কার কমিশন আমাদের দেশে বৈধতা পেতে পারে না।
সরকারের প্রতি ইঙ্গিত করে বক্তারা বলেন, তাদের প্রস্তাব পাশ করা তো দূরের কথা, এই কমিশন অনতিবিলম্বে বাতিল করো, করতে হবে । না হলে তোমরাই বাতিল হয়ে যাবে। ২০১৩ সালে হেফাজতের নামে করা সকল মামলা প্রত্যাহার করতে হবে।
সভায় আগামী ৩ মে ঢাকায় অনষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মুফতী আব্দুর রহিম কাসেমী,
উপদেষ্টা আল্লামা বশির উদ্দিন হাফি ও আল্লামা রফিকুর রহতান হাফি। সিনিয়র সহসভাপতি মাওলানা মুফতী রশিদ আহমাদ হাফি ,সহসভাপতি মুফতী আলী আহমদ হুসাইনী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হান্নান হাফি, হাফেজ মাওমানা তাজুল ইসলাম, মুফতী আনোয়ার চিশতী, মাওলানা আমানুল্লাহ, মাওলানা ফারুক, মাওলানা জহির উদ্দিন, মাওলানা আব্দুর রহমান খান ও মাওমানা কবির আহমেদ। যুগ্ম সম্পাদক মুফতী মকবুল হুসাইন, সহ যুগ্ম সম্পাদক মাওমানা ইসহাক কামাল, মাওলানা আশরাফ আলী,মাওলানা নাসির উদ্দীন, মাওমানা ইলিয়াস শেরপুরী, হাফেজ ইবরাহিম খলিল ও ইঞ্জিনিয়ার ইসমাইল মোল্লা। সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দীকী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল হাসান, মাওলানা ওলিউল্লাহ ,মাওলানা বায়জিদ , মাওলানা তালহা বিন ফখরুদ্দীন ও মাওমানা ইসমাইল সবিহুল্লাহ।অর্থ সম্পাদক মাওলানা আব্দুন নূর, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক মাওলানা নূরুল হুদা প্রমুখ ।