দুর্গাপুর (রাজশাহী) :: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের মাঠ এইচবিবি করনের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন ।
২৮ এপ্রিল (সোমবার) উপজেলা পরিষদের মাঠে বিকাল ৪ টার দিকে নামফলক উন্মোচন করেন ইউএনও।
জানাযায়, দুর্গাপুর পৌরসভার ২০২৪ /২০২৫ অর্থবছরে দুর্গাপুর উপজেলা মাঠ এইচবিবি করণ প্রকল্পের আওতায় মাঠ সংষ্কার চলছে। যেখানে প্রাক্কলিত মূল্যঃ ২২,২৮,৬৪৮.০০ টাকা ও চুক্তিমূল্যঃ ২১,১৭,২১৫.০০ টাকা। এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , দুর্গাপুর পৌর প্রশাসক ও সরকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মাসুক -ই-মোহাম্মদ, দুর্গাপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো:শাহাবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মোসাঃনূর-এ- শেফা
পৌরসভার কার্যসহকারী রতন কুমার ঘোষ,হিসাব রক্ষক মোঃ হাবিবুর রহমান,
উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়েদ হোসেন, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা জিয়াউল হক রতন সহ উপজেলা পরিষদ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।