আইয়ুব আলী, ময়মনসিংহ :: ময়মনসিংহে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক স্টেকহোল্ডার কনসালটেশন বিষয়ক বিভাগীয় কর্মশালা ( ১০ মে ) অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের সাংবিধানিক ও আইনি অধিকার বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক যুগ্ম সচিব জি এম আতিকুর রহমান জামালী।
জেলা প্রশাসক মুহিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম খান, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ হারুন অর রশীদ, পাবলিক প্রসিকিউটর আনোয়ার আজিজ টুটুল । শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ হারেস। কর্মশালায় বিচার বিভাগের কর্মকর্তা, বিভাগীয় প্রধান, সাংবাদিক ও আইনজীবী উপস্থিত ছিলেন।