মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর:: গত সোমবার (১২ মে) সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনাব হাছিনা বেগম, জেলা প্রশাসক, জামালপুর মহোদয়ের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,পুলিশ সুপার,জামালপুর মহোদয়।
সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা, মাদক বিরোধী অভিযান পরিচালনা, অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান, শহরের সব জায়গার পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করা, (সরকারী ও বেসরকারি ক্লিনিক/হাসপাতাল সম্পর্কিত, সড়ক পরিবহন ও যানজট সম্পর্কিত, জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা সম্পর্কিত সভায় বিস্তর আলোচনা হয়), বাল্যবিবাহ রোধে শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা, সীমান্তবর্তী উপজেলায় চোরা চালান রোধে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল বিভাগের নজরদারি ও অভিযান জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিবিধ বিষয় নিয়ে সভায় মুক্ত আলোচনা হয়।
এসময় উক্ত আইন-শৃঙ্খলা মিটিং-এ জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, জামালপুরের গণমাধ্যম প্রতিনিধিগণ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিজিবির প্রতিনিধিসহ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।