হলধর দাস, নরসিংদী:: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার(১৪ মে,২০২৫)নরসিংদীতে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা), ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সেমিনার এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি’র সভাপতি নরসিংদীর সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী’র পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা,নরসিংদী সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের এসোসিয়েট প্রফেসর পবন চন্দ্র দাস।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও,ঢাকা এর তত্তৃবাবধানে জেলা প্রশাসন,নরসিংদী আয়োজিত মেলার
অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃ নাজমুল হাসান। উদ্বোধনী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির। উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম সহ জেলা-উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভার পর বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আজকে অনেকেই নিজের জীবনের উন্নয়নের জন্য ভিন্ন ভিন্ন পথে ধাবিত হচ্ছে। বিজ্ঞান শিক্ষায় আজকে শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে বলে অনুমিত হচ্ছে।
আমরা মনে করি আজকের এই বিজ্ঞান মেলা বিজ্ঞানমনস্ক একটি প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের অত্যাধুনিকতার যুগে বিজ্ঞানের ভূমিকাকে অস্বীকার করার কোন উপায় নেই। প্রতিনিয়ত এ আই এর ভার্সন পরিবর্তিত হচ্ছে। অদূর ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে পৌঁছবো তা কিন্তু কেউ আমরা বলতে পারছি না আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে। তাই লক্ষ্য স্থির করে তোমাদের সামনের দিকে আগাতে হবে। লক্ষ্য স্থির করতে না পারলে কোন শিক্ষার্থীই সফলতার নাগাল পাবে না। তোমরা আগেই স্থির করে নিবে ভবিষ্যতে তুমি কী হতে চাও। এই আগ্রহ প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে। এই আগ্রহের ওপরই নির্ভর করবে তোমার ভবিষ্যৎ।
আমরা চাই সফলতায় বাংলাদেশের পতাকা নিয়ে বিদেশের মাটিতে দাবিয়ে বেড়াবে।
বিশেষ অতিথির ভাষণে পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান বলেন, “বিজ্ঞান দিয়েছে বেগ কিন্তু কেঁড়ে নিয়েছে আবেগ। ” আবেগের কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি বিশ্ব দরবারে। একদিন এদেশে ইংরেজি শিক্ষার প্রতি আমাদের পূর্বপুরুষদের মধ্যে কোন আগ্রহ ছিলো না। সেই যে আমরা পিছিয়ে পড়েছি আজও পিছিয়ে আছি। তাই প্রত্যেক শিক্ষার্থীকে এদিকেও গুরুত্ব দিতে হবে।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব ও ল্যাব এর জন্য নির্ধারিত ৪১টি স্টল স্থাপন করা হয়।
মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছিলো:
ব্রাহ্মদী কামিনি কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয়, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড কলেজ, নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ,নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়,নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ,ব্রাহ্মন্দী গার্লস স্কুল এন্ড কলেজ, গয়েশপুর
পদ্মলোচন উচ্চ বিদ্যালয়,চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয়,
চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়,শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ, শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,ব্রাইট স্কুল, হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, চন্দনবাড়ি এস এ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়,জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়, দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মরজাক কাজী মোঃ বশির উদ্দিন উচ্চবিদ্যালয়, জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী মডেল কলেজ, স্কলাস্টিকা মডেল কলেজ, নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ, পলাশ থানা সেন্ট্রাল কলেজ, আব্দুল মান্নান ভূইয়া কলেজ, সরকারি শহীদ আসাদ কলেজ, সবুজ পাহাড় কলেজ, সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজ, মনোহরদী সরকারি কলেজ,বারৈচা ডিগ্রি কলেজ, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুক এন্ড কলেজ, রায়পুরা সরকারি কলেজ এবং নরসিংদী সায়ন্স এন্ড রোবটিক্স ল্যাব।
নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনুপস্থিত ছিলো:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়,
চর বেলাবো ফাজিল মাদ্রাসা,
চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসা,
নারায়ণপুর রাবেয়া কলেজ, নরসিংদী বিজ্ঞান ক্লাব,
সরকারি হোসেন আলী কলেজ,
জোহরা হাছান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রমুখ প্রতিষ্ঠান।
মেলা সমাপ্তি ঘটবে ১৫ মে ২০২৫, বিকাল ৪:০০ ঘটিকায়।