রাজশাহীর দুর্গাপুর বিপুল পরিমাণ চোলাই মদ সহ স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
১৪ মে (বুধবার) দিবাগত রাতে মাড়িয়া ইউপির পালি-বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ সহ মাদক কারবারি আবু বক্কর (৬৫) ও তার স্ত্রী ফিরোজা (৪৫) গ্রেপ্তার করা হয়।
১৫ মে দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, মাদক মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিচারিক আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।