খায়রুল ইসলাম, নেত্রকোনা– তরিকুল আলম জামাল সদর উপজেলার কচুডুয়ারী গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রড দিয়ে পিটিয়ে ও ধারালো রামদা দিয়ে কুপিয়ে তিন জনকে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনা সোমবার নেত্রকোনা সদর থানা মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন কচুডুয়ারীর গ্রামের মোঃ আব্দুস সালাম মোঃ হাবিবুর রহমান ও মোঃ রফিকুল ইসলাম হামলাকারীরা একই গ্রামে বসবাস করে গতকাল বুধবার নেত্রকোনা থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে নেত্রকোনা সদর উপজেলার কচু ডুয়ারী গ্রামের মোঃ আবুল কালামদের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মোঃ রাসেল মিয়া লিটন মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল ওই বিরোধের জের ধরে আবুল কালামের বড় ভাই আব্দুস সালাম গত রোববার রাতে চল্লিশা বাজার থেকে বাড়ি ফেরার পথে আবুল কালামের বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুস সালামের উপর হামলা চালায়। আহত করে তিন জনকে এ সময় তাদের ডাক চিৎকার শুনে প্রতিবেশী মোঃ হাবিবুর রহমান ও মোঃ রফিকুল ইসলাম এগিয়ে গেলে তাদেরকেও রড দিয়ে পিটি আহত করে।এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনা আবুল কালামবাদী হয়ে গত মঙ্গলবার রাতে মোঃ রাসেল মিয়া মোঃ লিটন মিয়া সহ আট জনের নাম উল্লেখ করে ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করে নেত্রকোনা থানা মামলা দায়ের করেন। নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন হামলার ঘটনা থানা মামলা হয়েছে আসামিদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
 
			 
                                 
		    
 
                                













