রাজশাহীর দুর্গাপুরে হাসিবুর রহমান হত্যাকান্ডে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
১৭ মে বিকেলে মাড়িয়া ইউপির হোজা অনন্তকান্দী গ্রামের বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় এলাকাবাসী বলেন, হাসিবুর রহমানের হত্যাকারী শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম (মাস্টার), বাবু, ওয়াজেদ ও ইউনুসের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাগরিবের নামাজের সময় উপর্যুপরি আঘাত করে বি.এন.পি. এর একনিষ্ঠ কর্মী হাসিবুর রহমান হাসিবকে হত্যা ও বেশ কয়েক জনকে গুরুতর আহত করে অবিলম্বে চিহ্নিত খনি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করার দাবী করেন মানববন্ধনের অংশগ্রহণকারীরা।
প্রসঙ্গত, ১৪ মে বুধবার বরেন্দ্র ডিপ ও জমিসংক্রান্ত বিরোধ জের ধরে হামলা ও পাল্টা হামলার ঘটনায় ১৫ মে রাতে নিহত হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে থানা পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেন (৫০) নূর-ইসলাম (৩৫) ,ওয়াজেদ (৫৫) ,শাহীন (২৩) ও নিজাম (৪২) আটক করে ১৭ মে (শনিবার) আসামীদের কোর্টে চালান করে।
এবিষয়ে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হাসিবুরের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ৫ জনকে আটক করা হয়। থানায় আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটক করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
			
                                
		    
                                












