ঈদকে সামনে রেখে ময়মনসিংহের কোথাও সড়ক পথে চাঁদাবাজি করতে দেয়া হবে না। যাত্রী পরিবহনেও বেশি ভাড়া নিলে জরিমানা করা হবে। বুধবার বিকেলে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ-ই হুশিয়ারি দেয়া হয়েছে। পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর জায়েদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল হক, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদসহ বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা ও রিকশা মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ। সভায় সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। – আইয়ুব আলী ময়মনসিংহ