আইয়ুব আলী ময়মনসিংহ :: আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে ময়মনসিংহে র্যাতলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ ও রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, সেনাবাহিনীর ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার এডব্লিউজিসি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার ।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, রেঞ্জের চার জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার পুলিশ সুপার, সেনা কর্মকর্তা, র্যা ব-১৪, টুরিস্ট পুলিশ, পিবিআই সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা। পরে একটি বর্ণাঢ্য র্যা লী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, সেনাবাহিনীর ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার এডব্লিউজিসি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার।