হলধর দাস, নরসিংদী :: পলাশে বিএনপি-ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ছাত্রদল কর্মী ঈসমাইল হোসেন(28) মারা গেছেন।
শনিবার (২১ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন তা নিশ্চিত করেছেন।
পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে এবং পলাশ ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।
পলাশ থানার ওসি জানান, ময়নাতদন্ত ও হাসপাতালের যাবতীয় কাজ শেষ করার পর আমাদেরকে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার লাশ গ্রামের বাড়ি পলাশে দাফন করা হবে বলে পরিবার সূত্র জানায় ।
পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, নিহত ঈসমাইল হোসেন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
ঈসমাইলের মৃত্যুর সংবাদ শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পলাশ থানার ওসি জানান, ইসমাইলের মৃত্যুকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ইতোমধ্যে আমরা প্রধান আসামী ফজলুল কবির জুয়েলকে গ্রেফতার করছি।
আর বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
উল্লেখ, গত ১৫ জুন বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় বিএনপির দু’গ্রুপের শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঈসমাইল হোসেন নামে এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন।