শামসুল আলম, ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁওয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা জোরদার করণ প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের, ঠাকুরগাঁও রিজিয়ন এর আয়োজনে
আজ (১ ই জুলাই মঙ্গলবার) সকালে ঠাকুরগাঁও বিএমডিএ , ঠাকুরগাঁও রিজিয়ন সভাকক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও রিজিয়ন এর নিবার্হী প্রকৌশলী জনাব শফিকুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমডিএ ঠাকুরগাঁও সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ সমশের আলী, প্রকল্প পরিচালক জনাব প্রকৌশলী রেজা মোঃ নূরে আলম, সহকারী প্রকৌশলী আহসান করিম। জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, বীজ সংরক্ষণ, মাটি ছাড়া চাষাবাদ,আদ্র আবহাওয়ায় ফসল শুকাতে যন্ত্রের ব্যবহার ,সর্বাধিক ফসল উৎপাদন,পানির অপচয় রোধ, সরকারি সম্পদ রক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ৪০জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন।