সেলিনা আক্তার, লক্ষ্মীপুর :: লক্ষ্মীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১০২ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ জসীম উদ্দিন এ বাজেট ঘোষণা করেন। পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষনার আয়োজন করা হয়। এ সময় তাকে সহযোগিতকা করেন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী।
লিখিত বাজেট বক্তব্যে তিনি জানান, ২০২৫-২৬ অর্থ বছরে পৌরসভার আয় ধরা হয়েছে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা। বাজেটে আয় অনুযায়ী একই পরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে। এটি আয়-ব্যয় অনুযায়ী ভারসাম্য বাজেট বলে জানিয়েছেন প্রশাসক। তবে বাজেটে কোনো প্রকার নতুন কোনো করারোপ করা হয়নি। বাজাটে আয় ও ব্যয় একই পরিমাণ অর্থ ধরা হয়েছে। এর মধ্যে রাজস্ব আয় (উপাংশ-১) ৪১ কোটি ৮১ লাখ টাকা, রাজস্ব আয় পানি (উপাংশ ২) ১৩ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন হিসাব (এডিপি) ২ কোটি টাকা, মুলধন হিসাব ২০ লাখ টাকা, আইইউজিআইপি প্রকল্প ১ কোটি টাকা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ১ কোটি টাকা, কোভিট ১৯ প্রকল্প ১০ কোটি, আরইউটিডিপি প্রকল্প ২৫ কোটি টাকা। এতে মোট আয় ৯৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা ও প্রারম্ভিক স্থিতি ৮ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৩৯১ টাকা ধরা হয়েছে। এছাড়া এ সব খাতে ব্যয় ৯৯ কোটি ৮০ লাখ টাকা ও সমাপনী স্থিতি ধরা হয়েছে দুই কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ, পৌর নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন ও হিসাব র¶ণ কর্মকর্তা শাহাদাত হোসেন পমূখ। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ।