চুয়াডাঙ্গা:: ২০২৪ এর রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছি। বিবিসির একটা প্রতিবেদনে দেখা গিয়েছে যে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ দায়ী। খুনি হাসিনা এখন ভারতে অবস্থান করছে। ভারত সরকার এখন খুনি, ফ্যাসিস্ট আওয়ামীলীগদের আশ্রয় দিচ্ছে। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে জাতীয় নাগরিক পাটির পথসভায় দলের আহবায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।
দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে দলটির পদযাত্রা ও পথসভা অনুষ্টিত হয় সীমান্তবর্তি জেলা চুয়াডাঙ্গায়। এ উপলক্ষে জেলার হাটবোয়ালিয়া ও আলমডাঙ্গায় পথসভা অনুষ্ঠিত হয় । এসময় বৃষ্টি উপেক্ষা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত-শত মানুষ হাত নেড়ে অভিবাদন জানায়। বেলা ২ টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত হয় পথসভায়।
পথসভায় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আরো বলেন, গত ৫৪ বছরে চুয়াডাঙ্গা সহ বিভিন্ন সীমান্তে নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। দর্শনা সীমান্তে এক কৃষককে হত্যার ৭ দিন পর তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয় বরং একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে খুন করায় যেন তাদের একমাত্র দায়িত্ব।
এক বছর আগে চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের প্রতিটা জায়গায় যে ভাবে মাদক, চোরাকারবারি, মামলা ও বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম ছিল তা এখনো অব্যাহত রয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে গণঅভ্যুত্থান হয়েছিলো। আমাদের শহীদ ভাইয়েরা লড়াই করেছে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে।
পথসভায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসলিমা জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। মফিজ জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা। ০১৭২৯-০১০৪৫৫