মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ত্রার্ণ (জি,আর)বিতরণ করা হয়েছে। গত ১০ জুলাই বৃহস্পতিবার দুপুরে নাংলা ইউনিয়ন পরিষদে ২০২৫-২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (জি,আর) বিনামূল্যে ত্রার্ণ বিতরণ করেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রার্ণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৫০০ শত হতদরিদ্র পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়াও নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা তার নিজের তহবিল থেকে নাংলা ইউনিয়নের মুন্সি নাংলার বাসিন্দা মোঃ জামিলের মেয়ে কিডনি রোগী জাকিয়া সাবিনা কে চিকিৎসার জন্য নগদ বিশ হাজার টাকা তার বাবার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী কামরুল হাসান, এটিও আনোয়ারুল ইসলাম, নাংলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বায়োজিদ,নাংলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী, সদস্য আব্দুল হাকিম বাদশা প্রমুখ।