শামসুল আলম, ঠাকুরগাঁও :: রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপির অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা মিছিল চলাকালে স্লোগান দেন—”খুনিদের দল নাই, প্রশাসন বিচার চাই”, “চব্বিশের বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই”, “চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও – গুঁড়িয়ে দাও”।
সমাবেশে বক্তারা বলেন, “চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় জানানো হয়েছে। কিন্তু এখনও কেউ যদি সেই পুরোনো চেহারায় ফিরে আসতে চায়, সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না। ব্যবসায়ী সোহাগকে যেভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়েছে, তা ‘আইয়ামে জাহেলিয়াতকেও’ হার মানিয়েছে। আমরা চাই যে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝোলানো হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের বর্বরতা করার সাহস না পায়।”
সমাবেশে উপস্থিত ছিলেন — জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, যুবদলের সদস্য সচিব মো. জাহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মো. কামরুজ্জামান কামু, যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, সদস্য সচিব মো. বাবু ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সুমন ইসলাম।
এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।