ফেনী :: দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জি-টিভির ফেনী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর প্রত্যয় পত্রিকার বার্তা সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সকালের সময় প্রতিনিধি জুলফিকার আলম।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক অজেয় বাংলা ও সাপ্তাহিক নবকিরণ-এর সম্পাদক সওকত মাহমুদ। তিনি রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, কিছু পদে মৌখিক ভোট গ্রহণ করা হয়।
নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: দেওয়ান মো. ইকবাল (নয়া দিগন্ত ডিজিটাল),সহ-সাধারণ সম্পাদক: সুমন পাটোয়ারী (দৈনিক খবরপত্র),কোষাধ্যক্ষ: জিয়াউল হক পিন্টু (আরটিভি ক্যামেরাম্যান ও দৈনিক আলোকিত সকাল),দপ্তর ও প্রচার সম্পাদক: নাজমুল হাসান শুভ (দৈনিক আনন্দবাজার),তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আশফাল আহমেদ রাফি (সাপ্তাহিক জনতার বিপ্লব)
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
মোয়াজ্জেম হোসেন মালদার (এশিয়ান টিভি ও দৈনিক যায়যায়দিন),সাখাওয়াত হোসেন (দৈনিক গণমুক্তি),নুর হোসেন (নাগরিক টিভি),
আব্দুল মুনাফ পিন্টু (দৈনিক গণমানুষের আওয়াজ),
সদস্য হিসেবে রয়েছেন – শেখ ছাবেরুল হক চিশতী (স্বদেশ প্রতিদিন) এবং জাহেদ হাসান (নিউজ জাগ্রত প্রবাহ)।
নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার ও সাধারণ সম্পাদক নুর হোসেন নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।