জিএম কিবরিয়া :: রাজশাহীর দুর্গাপুরে র্যাব- ৫ এর অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা সোহাল রানা গ্রেপ্তার। আটক ইয়াবা বিক্রেতা উপজেলার বখতিয়ারপুর এলাকার মৃতঃ মেছের সরকারের ছেলে।
২৭ জুলাই (রবিবার) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানপাড়া এলাকায় র্যাব- ৫ এর ডিএডি জেসিও নায়েব সুবেদার মো. লাভলুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করেন। সোহাল রানা মাদক বিক্রির উদ্দেশ্যে বটতলা গ্রামস্থ মর্ডান হোমিও চিকিৎসালয় দোকানের সামনে অবস্থান করছিল। ঘটনাস্থলে র্যাব এ-র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা কালে তাকে আটক করা হয়৷
এ সময় ধৃত ব্যক্তিকে তল্লাশী করে তার পকেট থেকে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব- ৫ এর অভিযানিক দল দুর্গাপুর থানায় এসে এজাহার দায়ের করে আসামি হস্তান্তর করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ সকালে তাকে কোর্টে চালান করা হয়েছে।