নাদিয়া ইসলাম মিম:: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় সারা দেশে ৮ টি মাজারে কাওয়ালী, মূর্শিদী ও ভাবগানের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে খুলনা বিভাগের আয়োজন করা হয় কুষ্টিয়ায়। সোমবার (২৮ জুলাই) কুষ্টিয়া ছেউড়িয়া লালন আখড়া বাড়ীতে ভাব গানের আসর অনুষ্ঠিত হয়েছে। বিকাল পাঁচটার সময় অনুষ্ঠানের শুরুতে আলোচনা করেন কবি ও ভাবুক ফরহাদ মজহার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রোমেল, কুষ্টিয়ার শিল্পকলার কালচারাল অফিসার সুজন, শহীদ পরিবারের সদস্য সিমা খাতুন ,লোকমান হোসেন,সুজন ফারাজী,সোহাগ ,লাবনী আক্তার ইতি ,ফাহিমা। আহতদের পক্ষ থেকে রফিকুল ইসলাম , নাজমুস শাকিব , আবু হানিফ, পরিচালনায় ছিলেন- মো: সাজেদুর রহমান(বিপুল) ।
জুলাই শহীদ ও আহতদের পরিবারে পক্ষ থেকে বক্তব্য প্রদান করে এসময় তারা নিজেদের নানা দূর্ভোগের বিষয় তুলে ধরেন। ভাব গানের আসর আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান(ডিসি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম।সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে কালিগঙ্গা নদীর কূলে অবস্থিত লালন মঞ্চে মোমবাতি প্রজ্বলন করে সম্মান জানানো হয় মোমবাতি প্রজ্জলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম বলেন, আলটিমেটলি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ নতুনভাবে রাজনীতিকে গ্রহণ করতে শিখেছে। তারা আর কখনোই এই বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ দেবেনা।
বাংলাদেশের সাধারণ মানুষই আমাদের যাচাই-বাছাই করতে পারে। নুসরাত তাবাসসুম আরো বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মাসব্যাপী ৩৬ জুলাইয়ের পদযাত্রা করছি। সকল প্রতিবন্ধিকতার মধ্যদিয়েও এনসিপি এগিয়ে যাবে । জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাধারণ মানুষের , গরিবের, অসহায়দের জন্য । যারা এত বছর সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে , নির্যাতনের শিকার হয়েছে, রক্ত দিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থান ঘটিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সে সকল মানুষের ভালবাসার একটি রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছে । তাই কোন রকমে কোন স্বৈরাচারকে এদেশে স্থান দেয়া হবে না।