নরসিংদী :: নরসিংদীতে আজ বিকেলে এনসিপির পদযাত্রায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছে আয়োজকরা। নরসিংদী পৌরসভায় এনসিপির জুলাই পদযাত্রার একই দিনে পৌরসভার অদুরে শহরের সাটিরপাড়ায় বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল,ছাত্রদল,কৃষকদল ও শ্রমিকদলের আয়োজনে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সমাবেশের আয়োজন করেছে। এনিয়ে নরসিংদীতে এনসিপি’র পদসভা ও বিএনপির অঙ্গসংগঠনের সমাবেশকে ঘিরে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
অপরদিকে, এনসিপি নেতা নাহিদ ইসলাম ও তার সফর সঙ্গী নরসিংদীতে আগমনে স্বাগতম জানিয়েছেন বিএনপি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন আইডি থেকে ছড়াছড়ি হচ্ছে বিএনপি এবং বিএনপি নেতা-কর্মীদের নিয়ে এনসিপি যদি তাদের পথসভায় কোন প্রকার মিথ্যা ও গুজবসহ কোনো সমালোচনা করা হয় তা হলে বিএনপির অঙ্গসংগঠনের ডাকা সমাবেশ থেকে তা প্রতিহত করবেন বলে হুশিয়ারী দেন দলীয় নেতা-কর্মীরা। শান্ত নরসিংদী অশান্ত করার দু:সাহস যেন এনসিপির না হয় বলেও তারা হুশিয়ারী দেয়।
অন্যদিকে, দেশ গড়তে, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে পথসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ কর্মসূচিকে ঘিরে এনসিপি’র জেলার সকল উপজেরার নেতা-কর্মীরা পথসভায় যোগ দিতে এরই মাঝে প্রস্তুতি নিচ্ছেন।
আজ বুধবার বিকেলে নরসিংদী পৌরসভা চত্বরের সামনে আয়োজিত সমাবেশে অর্ধলক্ষাধিক মানুষের সমাগমের আশা জেলা নেতৃবৃন্দের। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ শামান্তা শারমিনসহ বেশে কয়েকজন নেতা নরসিংদী জেলা পরিষদের ডাকবাংলো, সমবায় রেস্টহাউজ ও হোটেল রিলাক্সেসহ বেশ কয়েকটি হোটেলে অবস্থান করছেন।
দুপুর ২ টায় নরসিংদী ক্লাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দু এক সাথে হয়ে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সাথে খাবার শেষে এক মতবিনিময় সভা করবেন।
পরে বিকেল সাড়ে ৪ টায় নরসিংদী জেলখানা মোড় থেকে এক পদযাত্রা শুরু করবেন ও বিকেল ৫ টার দিকে নরসিংদী পৌরসভা সামনে গিয়ে পথসভা করবেন বলে দলীয় সূত্র জানায়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশ স্থলে ও রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন আছে। আইনশৃঙ্খলার সুষ্ঠ সুন্দর পরিবেশ রাখার জন্য পুলিশের পাশাপাশি র্যাব,বিজিপি ও সেনাবাহিনী কাজ করছে বলেও তিনি জানান।।