দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে চাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দু’টির নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান।
রোববার বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, দীর্ঘদিন থেকে কর্মরত সাংবাদিক কর্মচারীদের প্রায় পাঁচ কোটি টাকা বকেয়া বেতন ভাতা পরিশোধে জনকণ্ঠ কর্তৃপক্ষ নানা ছলচাতুরি ও টালবাহানার আশ্রয় নিচ্ছেন। বেতন ভাতার দাবি করলেই টার্মিনেশন লেটার হাতে দিয়ে অফিস থেকে বের করে দেয়া হয়। গত দু’দিনে কোনো কারণ দর্শানো ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে প্রিন্ট ভার্সন, অনলাইন ও ডিজিটাল মিলে ৩০ জন সাংবাদিক-কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ জনআকাঙ্খাকে ধারণ করে পত্রিকা পরিচালনা, চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার এবং বকেয়াসহ সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধের জোর দাবি জানান। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য জনকণ্ঠ কর্তৃপক্ষ এককভাবে দায়ী থাকবে।