দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সচেতনতা ও অভিযোজন কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরায় বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম।
মঙ্গলবার (৫ আগস্ট) সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালপাড় এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সদস্যসহ স্থানীয় বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।
এই উদ্যোগের পেছনে সমন্বয় করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও এর সহযোগী সংগঠন উত্তরণ। জাতীয় ও স্থানীয় পর্যায়ে সক্রিয় থাকা ৩০টিরও বেশি যুব সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি আমাদের দায়িত্ব পরিবেশবান্ধব কার্যক্রমে অংশ নেওয়া। তাই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি।”
সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, “আমরা চাই তরুণ সমাজ শুধু অভিযোগ নয়, সমাধানের অংশ হোক। জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে যুবদের সম্পৃক্ত করা জরুরি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী মো. আবু বকর সিদ্দিকী, ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের বিভিন্ন স্তরের সদস্য ও স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীরা।