৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, জুলাই গণঅভ্যুস্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনা জেলা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ রমজান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস এবং পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম মহোদয়। তারা শহিদ রমজান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে তার অবদানকে গভীর শ্রদ্ধার স্মরণ করেন পরে শহীদ রমজান এর মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এবং নেত্রকোনা জেলার মগরা ব্রিজ হতে বিজয় মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়। এবং জুলাই গণঅভ্যুস্থান দিবস পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলন অনুষ্ঠানে হয়। এ সময় জেলা প্রশাসক ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দসহ জুলাই আন্দোলনের অংশ নেয়। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দরা উপস্থিত ছিলেন