শামসুল আলম,ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁওয়ে বিএনপির বিজয় র্যালিতে লাখো মানুষের ঢল নেমেছে।জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা দলীয় কার্যালয় থেকে এ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদ
ক্ষিণ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বিদ্যালয় মাঠ) মাঠে গিয়ে শেষ হয়।
ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ বিজয় র্যালিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভাই মির্জা ফয়সল আমিন।
সমাবেশে মির্জা ফয়সল আমিন বলেন, সরকার পতনের এক বছর অতিক্রান্ত হলেও বিএনপি সব বাধা ও জুলুম সহ্য করে ঐক্যবদ্ধ আছে। দীর্ঘ ১৭ বছর ধরে আমরা দমন-পীড়নের শিকার হয়েছি, কিন্তু কোনো শক্তিই আমাদের মনোবল ভাঙতে পারেনি। আমরা ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে দেশ গড়তে চাই এবং সেই ঐক্য যেন সব সময় অটুট থাকে, এমনটাই প্রত্যাশ।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জব্বার, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মহিলা দলের সভাপতি ফুরাতুন্নাহার প্যারিসসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমথকবৃন্দ উপস্থিত ছিলেন।