রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) রাজশাহী মহানগরী আয়োজনে “সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংগঠনিক সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়ে রাত ১০ টায় নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর আহ্বায়ক এ্যাড. রজব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, চিত্র নায়ক হেলাল খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।
উক্ত সভায় বক্তারা, জাসাসের নেতা কর্মীদের আত্মত্যাগ সংগ্রামের ইতিহাস বর্ণনা করে জাতীয়তাবাদের আদর্শে আগামী দেশ গঠন কাজ করতে হবে।
অনুষ্ঠানের মধ্যমণি আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) হাতেগড়া সংগঠন জাসাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাসাস প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ফ্যাসিবাদী হাসিনা বিরোধী আন্দোলন সংগঠনের নেতাকর্মীদের লেখা গাওয়া গান সারাদেশের আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দেখা বাস্তবায়ন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।