খায়রুল ইসলাম :: নেত্রকোনা কৃষি কর্পোরেশনের সেচ এর পুরাতন ভুবন ভাঙতে গিয়ে। ছাদ ধসে তিন ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে আহত ২। ১৪ ই আগস্ট বিকেলে ৫ টার দিকে শহরের নাগড়া এলাকায় বিএডিসি সেচ ভুবনে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০) সদর উপজেলার মৌগাতি গ্রামের আব্দুল হান্নান (৪২) ও দক্ষিণ বিশিউড়া পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০) নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন বিএডিসির ভবনের পুরাতন বিল্ডিং ভাঙতে গিয়ে হঠাৎ ধসে গিয়ে ঘটনাস্থলে শ্রমিকের মৃত্যু হয়েছে এছাড়া ২ জন আহত হন আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি (সেচ) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান বলেন কৃষি উন্নয়ন কর্পোরেশন এর দীর্ঘদিনের পরিত
্যক্ত ৩ টি বিল্ডিং মার্চ ২০২৫ নিলাম হয় আল মোবারক ঠিকাদার বিল্ডিং গুলো নিলামে নেন। বিল্ডিং গুলো ভাঙার সময় এমন একটি দুর্ঘটনায় ৩ জনের প্রাণ হারালো এবং আহত হল ২ জন। ১৫|৮|২৫