নাদিয়া ইসলাম মিম, কুষ্টিয়া :: কুষ্টিয়ার কৃতিসন্তান শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে নবগঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কুষ্টিয়া জেলা কমিটির কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) জুম্মার নামাজ পরে কুষ্টিয়া কুমারখালীর কয়া এলাকায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা।কবর জিয়ারত শেষে নেতাকর্মীরা স্থানীয় এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং আনুষ্ঠানিকভাবে জেলা কমিটির কার্যক্রমের সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ছাত্রসংসদের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক রিয়াদুস সালেহিন রিয়াদ,সদস্য সচিব সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, যুগ্ন-সদস্য সচিব তোহিদ খান আকাশ,যুগ্ন-সদস্য সচিব মেহরাব ফেরদৌস,যুগ্ন-সদস্য সাইফ হাসান মল্লিক যুগ্ন-আহবায়ক আব্দুল কাদের মুন্না,যুগ্ন-আহবায়ক আশরাফি আনোয়ার আবির,মূখ্য সংগঠক সুজন মাহমুদ, মূখপাত্র জয়নাল আবেদিন জয়, সিনিয়র সংগঠক ওয়াহিদ আহমেদ রাজ।