খায়রুল ইসলাম :: নেত্রকোনায় বিএডিসির পুরাতন ভুবনের ছাদ চাপা পড়ে তিন শ্রমিক নিহত এবং আহত ৩ পরিবারের মাঝে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
প্রতিটি নিহত পরিবারের মাঝে নগর ৫০ হাজার ও আহতদের মাঝে ২৫ হাজার নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রফিকুজ্জামান, বিএডিসির প্রধান প্রকৌশলী (নির্মাণ) মোঃ বদরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ ) পংকজ কর্মকার নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। এর আগে গত বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের উদ্যোগে প্রত্যেক নিহত পরিবারের মাঝে ২০ হাজার টাকা ও আহত পরিবারের মাঝে ১০ হাজার টাকা নগদ অর্থ প্রধান করেন।