খাইরুল ইসলাম, নেত্রকোণা :: নেত্রকোণা-৪ (মদন -মোহনগঞ্জ- খালিয়াজুরী) নিজ নির্বাচনী সংসদীয় আসনের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির সাবেক এমপি ও চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শনিবার সফরের দ্বিতীয় দিনে সদর ইউনিয়ন ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাট বাজারে করছেন পথসভা।
এতে খালিয়াজুড়ি উপজেলা বিএনপিসহ, সমর্থক ও সাধারণ জনগণ স্বাগত জানায় সাবেক এই মন্ত্রীকে। পথ সভায় লুৎফুজ্জামান বাবর পরিবেশ সুরক্ষা ও পরিবেশ ভারসাম্য রক্ষায় সবুজ বনায়ন ও বৃক্ষরোপণের উপর জোর দিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে (ফলজ, বনজ, ঔষধি) গাছের চাড়া প্রদান করেন।
শুক্রবার সকাল ১০ টায় মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর বাজারে পথসভার মধ্য দিয়ে শুরু করন খালিয়াজুরী উপজেলা সফর। পরে সারাদিন মেন্দিপুর ও নৌপথে স্পিড বোট যোগে চাকুয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামের মোড়ে মোড়ে পথসভা করেন তিনি।
পথসভায় লুৎফুজ্জামান বাবর, দলকে ভালোবেসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে ও দলের দিকনির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে- জনগণ তাদের সুনিশ্চিত ভোটের মাধ্যমে, তারণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার অর্পণ করবে এ আমার বিশ্বাস। তবেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তাই সব বিভেদ ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
এসময় খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেস্টু বলেন, লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) সংসদীয় আসনের একজন যোগ্য প্রার্থী। অতীতে এই হাওর অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে বহু কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। এই অবহেলিত খালিয়াজুরী উপজেলার সার্বিক উন্নয়নে লুৎফুজ্জামান বাবর ভাইয়ের কোন বিকল্প নেই।
সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন আমার সংবাদকে জানায়, রোববার নগর ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় “পথ সভার” মধ্য দিয়ে শেষ হবে ভাটি বাংলার সিংহ পুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইয়ের তিন দিনের সফর।