জিএম কিবরিয়া দুর্গাপুর, রাজশাহী :: রাজশাহীর দুর্গাপুরে নওপাড়া ইউপির নান্দিগ্রাম মন্ডল পাড়ার প্রায় ৫ শতাধিক মানুষের চলাচলের রাস্তাটি কাঁদা পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। জনদুর্ভোগ কমাতে রাজশাহী ৫ (পুঠিয়া -দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তারের নিজ অর্থায়নে ইট বিছিয়ে রাস্তাটি তৈরি করেন এলাকাবাসী।
২৯ আগস্ট (শুক্রবার) সকালে প্রায় ২ কিলোমিটার রাস্তাটি নির্মাণের কাজ শুরু করেন এলাকাবাসী। এর আগে ২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে রাস্তাটির নির্মাণ কাজ এর উদ্বোধন করেন আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার। রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন এর সময় স্থানীয় এলাকাবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নওপাড়া ইউপির স্থায়ী বাসিন্দা ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা জানান, আমাদের গ্রামের কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে খানা খন্দকে ভরা চলাচলের অযোগ্য অবস্থায় ছিল। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হতো। কাঁদাপানি ভেঙ্গে চলাচল করতে অনেক কষ্ট হতো। মেম্বার, চেয়ারম্যান ও সরকারি দপ্তরে ধর্না দিয়েছি, তবু রাস্তাটির কোন ব্যবস্থা হয়নি। পরিশেষে আলহাজ্ব আব্দুল সাত্তার সাহেবকে জানানো হলে তিনি নিজস্ব অর্থায়নে রাস্তাটি তৈরি জন্য প্রয়োজনীয় সকল মালামাল কিনে দিয়েছেন। আমরা গ্রামের মানুষ একসাথে হয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করেছি।
স্থানীয় বাসিন্দা আমেনা বেগম জানান, সম্পূর্ণ বর্ষা মৌসুমটা কাঁদা- পানি ভেঙ্গে পারাপার হতে হতো। কাদা পানির জন্য বাচ্চারা স্কুলে যেতে চাইতো না। অসুস্থ রোগীকে পাসপাতালে নেওয়ার জন্য কোন গাড়ি আসতে রাজি হতনা। মালামাল আনা নেওয়াই অনেক কষ্ট করতে হতো। রাস্তাটি নির্মাণের ফলে আমাদের আর কষ্ট করতে হবে না। আলহাজ্ব আব্দুস সাত্তার আমাদের কষ্ট অনুভব করে সহযোগিতা করেছেন। মহান আল্লাহ যেন তার মনের বাসনা পূর্ণ করেন।
আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, মহান আল্লাহ আমায় যে ক্ষুদ্র সমর্থ্য দিয়েছেন তার মধ্য থেকে সর্বদাই জনকল্যাণে গরীব দুঃখী খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই পাড়ার সড়কটি জলাবদ্ধ থাকার কারণে জনদুর্ভোগ চরমে উঠেছিল। তাদের কষ্ট অনুভব করে রাস্তাটি ইট দিয়ে নির্মাণে সহযোগিতা করেছি। গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করেছিলো।
তিনি আরও বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তোমরা জনগণের কাছে যাও, তাদের পাশে দাঁড়াও। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশে আমি জনগণের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। তারেক রহমানের ৩১ দফার সুফল সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য লিফলেট ও বুকলেট বিতরণ ও আলোচনা করে যাচ্ছি। ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমার লক্ষ জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার, উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্ম সংস্থান সৃষ্টি ও বেকার সমস্যা সমাধানের মাধ্যমে সুখী সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। আমার দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা, জনাব তারেক রহমানের সুখী সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নে অংশ গ্রহণ করা। তারই ধারাবাহিকতায় নিজেকে জনকল্যাণ মূলক কাজে নিয়োজিত রাখার চেষ্টা করে যাচ্ছি।