নেত্রকোণা:: নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় দুইজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জামাটি গ্রামের দুজাহান মেম্বার (৪৫) ও নূর মোহাম্মদ (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাটি গ্রামের বিএনপি কর্মী দুজাহান মেম্বারের সঙ্গে একই গ্রামের রফিক মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুজাহান মেম্বারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই দুজাহান নিহত হন।
ক্ষুব্ধ দুজাহানের লোকেরা পাল্টা হামলা চালায়, এতে রফিক, তার ভাই মোফাজ্জল, মোফাজ্জলের ছেলে নূর মোহাম্মদ ও স্ত্রী মনোয়ারা গুরুতর আহত হন। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। রফিক ও মনোয়ারাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রফিকের অবস্থা সংকটাপন্ন।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ্ নেওয়াজ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।