রাজশাহীর দুর্গাপুর ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শীর্ষ মাদক কারবারি মতিউর রহমানে গ্রেপ্তার করেছে র্যাব-৫
১ সেপ্টেম্বর (সোমবার) উপজেলার ঝালুকা ইউপির বর্ধনপুর এলাকায় দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা ইয়াবা সহ ১ জনকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, মতিউর রহমান এলাকার মাদক কারবারিদের মাঝে পাইকারী ও খুচরা মাদক দ্রব্য সরবরাহ করে আসছিলেন। উপজেলা জুড়ে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছিলেন। ফলে অসংখ্য যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পড়েছে।
আটক মাদক কারবারি মতিউর রহমানে বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু হয়ে আজ সকালে তাকে কোর্টে চালান করা হয়।