হলধরদাশ, নরসিংদী :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষ্যে শনিবার (৬ই সেপ্টেম্বর ২০২৫ইং, ১২ই রবিউল আউয়াল) নরসিংদীতে এক ধর্মীয় বর্ণাঢ্য জশনে জুলুছ মিছিল, আলোচনা সভা,মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নরসিংদী-০১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুল কবির খোকনের পক্ষে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ হারুন ও সহ সভাপতি বি জে রশিদ নওশের।
এ উপলক্ষে সকাল ৯ টা বাসাইল শাহী ঈদগাহ মাঠ থেকে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সকাল সাড়ে ৯টায় ইউ.এম.সি জুট মিলস্ জামতলা মাঠ, ১০ টায় কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠে গিয়ে সমবেত হয়। সেখান থেকে ১০টায় নরসিংদী জেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদ্যাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব তৈয়বুর রহমান, সদস্য সচিব আলহাজ্ব নাছির উদ্দিন মোল্লা ও হারুন-অর-রশিদ হারুনের নেতৃত্ব র্যালীটি নরসিংদী পৌরসভা চত্বর, শিক্ষা চত্বর, সদর উপজেলা মোড় হয়ে বাসাইল শাহী ঈদগাহ মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালী শেষে বাসাইল শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আলাচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব তৈয়বুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ, সহ সভাপতি বি জে রশিদ নওশের, মিলাদুন্নবীর উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা পীরজাদা কাজী আবিবুল্লাহ পেশুয়ারী, সদস্য সচিব আলহাজ্ব নাছির উদ্দিন মোল্লা, যুগ্ম আহবায়ক আকরাম হোসেন ও নাজমুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জশনে জুলুছ এর কেন্দ্রীয় নেতা মুফতি সৈয়দ আশিকুর রহমান, মাওলানা মোঃ ইয়াছিন মজুমদার, জেলা মৎসজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, ছাত্র সেনা সভাপতি খাজা মঈন উদ্দিন প্রমুখ।
সভায় বক্তাগণ রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের শান্তির দাবী করেন।