বাংলাদেশ জামায়েতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন,বাংলার মানুষ আগামীদিনে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা ইসলামকে বিজয়ী আসনে অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এ দেশের মানুষ আর কোনো চাঁদাবাজ, দূর্নীতিবাজদের ক্ষমতায় পাঠাতে চাই না।ডাকসুর নির্বাচন তারই বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন,মানুষের আশাকে ধারণ করে আমাদরকে কাজ করতে হবে। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারকে সংগঠিত করার জন্য আমাদেরকে রাতদিন কাজ করে যেতে হবে।
শুক্রবার ঢাকা-১৭ আসনের নির্বাচনী কর্মশালার প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। মহানগরী উত্তর এর কর্মপরিষদ সদস্য জনাব হেদায়েত উল্লাহ এর সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচীব,বনানী থানা আমীর মিজানুর রহমান খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল এর চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামান ।
উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ বিভাগের গুলশান জোনের পরিচালক জনাব সাইফুল ইসলাম, গুলশান পশ্চিম থানা আমীর জনাব মাহমুদুর রহমান আজাদ, ক্যান্টনমেন্ট থানা আমীর জনাব আব্দুস সাকি,গুলশান পূর্ব থানা আমীর জনাব জিল্লুর রহমান, ভাষানটেক থানা আমীর ডা.আহসান হাবিব প্রমূখ।