শামসুল আলম, ঠাকুরগাঁও:: ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উদ্যোগে ফ্রি সাতার প্রশিক্ষণ ও কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহেনাজ ফেরদৌস।
জানা যায় যে,ঠাকুরগাঁও সদর উপজেলা পুকুরে দক্ষ প্রশিক্ষক দ্বারা ২ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউএনও ও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ব্যবস্থাপনায় ,সকল বয়সের শিশু ও যুবক, ছেলে মেয়েদের সাঁতার শেখানো হয়
সেখানে সাঁতার শিখতে আসা স্কুল পড়ুয়া শিক্ষার্থী নুরে জান্নাত জানান, এই পুকুরে সাঁতার শিখতে এসে অনেক অনেক আনন্দ পেয়েছি।
অভিভাবক , শিউলি আক্তার, চম্পা বানু,মনুরা আক্তার সহ অনেকেই জানান, আমাদের জেলায় অনেক শিশু পানিতে পড়ে মারা যাচ্ছে সাঁতার না জানার কারণে। এখানে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ দেওয়াটি অনেক মহৎ উদ্যোগ যা প্রশংসনীয় । পূর্ববর্তী কোন প্রশাসনের কর্মকর্তা এ ধরনের উদ্যোগ নেয়নি।এজন্য আমরা ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, উপজেলা প্রশাসন ও প্রশিক্ষক আনিসুজ্জামান কে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম বলেন বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক শিশু পানিতে পড়ে ডুবে মারা যাচ্ছে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে সকল বয়সের মানুষের জন্য ফ্রি সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে দুই মাস ব্যাপী যা দক্ষ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এছাড়া পরিবেশ রক্ষার পাশাপাশি বজ্রপাত থেকে রক্ষায় তাল গাছ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সদরের মাতৃগাঁও এলাকায় গাছ রোপনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাগণ।